আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নেতা কর্মী, আমাদের মনে রাখা উচিত বিগত ১৪ বছর ধরে জাতীয়তাবাদী দল ক্ষমতা’র বাহিরে, আমরা যারা সাংগঠনিক ভাবে কাজ করি, আমাদের মনে রাখতে হবে নেতা হতে হলে আগে অবশ্যই
একজন বিশ্বস্থ কর্মী হতে হবে,যে কর্মীর আপনা আপনি জেগে উঠবে নেতৃত্তের গুনাবলী যার জন্য বেশী দরকার আমাদের নেতার প্রতি কমিটমেনট (Commitment) দলের প্রতি ও দেশের প্রতি।
আমাদের মনে রাখতে হবে জাতীয়তাবাদী দল রাজনীতি করে দেশের মানুষ এর জন্য আর আওয়ামিলীগ রাজনীতি করে আওয়ামিলীগ কে টিকিয়ে রাখার জন্য।
আমরা যারা কর্মী,নেতা এবং যারা ভবিষ্যত নেতৃত্ত দিতে চাই বিভিন্ন ছলছূতোয় আমাদের নেতার প্রতি দায়িত্ত এড়িয়ে চলতে চায় তাই আমাদের আরো অনেক বেশি গতিশীল ভূমিকা পালন করতে হবে। দল ক্ষমতায় নেই ঠিক আছে কিন্তু দল কে সুন্দর সাংগঠনিক ভাবে গুছিয়ে রাখার তো মানা নাই। তাই আমরা দলীয় শৃংখলা মেনে সংগঠন কে শক্তিশালী করলে ভবিষ্যত আন্দোলন এর রুপরেখা তৈরী হবে। সব শেষে বলি দলীয় সাংগঠনিক শক্তি বাড়ানো ছাড়া কোনো ধরনের
পরিবর্তন ঘটানো সম্ভব নয়।
★★★★★
লেখকঃ
কাজী মোঃ সাইফুল ইসলাম টুটুল।
সাবেক ছাত্রনেতা ও
সংস্কৃতি কর্মী
University of Chittogong.(C.U.)