খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরিক্ষা চলাকালীন পরিক্ষার্থীর কাছে নকল সর্বরাহের অভিযোগে মোহাম্মদ সাজু নামের এক স্থানীয় পএিকা “আলোকিত পাহাড়” নামক একটি পএিকার সম্পাদককে আটক ও একজন পরিক্ষার্থীকে নকল করার অভিযোগে বিহিস্কার করা হয়েছে
খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব মোঃ জাকির হোসেন এক পরিক্ষার্থীকে নকলকরার সময় ধরাহলে সে জৈনক সাজুনামের ব্যক্তি সর্বরাহ করেছেন বলে জানিয়েছেন। কেন্দ্র সচিব জানান, আমরা ঐ পরিক্ষার্থীকে বহিস্কার করেছি।আর দায়িত্বেথাকা ম্যাজিস্ট্রেট নকল সর্বরাহকারী সাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রশিদ জানান, সম্পাদক মোহাম্মদ সাজু পুলিশের হেফাজতে রয়েছে।লিখিত অভিযোগ পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শত ৮৬ টি সহকারী শিক্ষক শূন্যপদের বিপরিতে ২০১৭ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি জারিকরেন। কিন্তুু নানা জটিলতায় নিয়োগ পরিক্ষাটি আটকে যায়, ১৯,০২,২০২১ইং শুক্রুবার অনুষ্ঠিত নিয়োগ পরিক্ষারজন্য ৩ হাজার ৫ শত ৬৭ জনেরনামে প্রবেশ পত্র ইস্যু করলেও পরিক্ষায় অংশ নেয় ২ হাজার ৬শত ৫২ জন পরিক্ষার্থী।
খাগড়াছড়ি জেলাপরিষদের পরিষদের শিক্ষকসহ বিভিন্ন নিয়োগে বিগত বছরগুলোতে অযোগ্যদের নিয়োগ ও দলীয়করণ সহ নানা অভিযোগ হয়ে আসছে।তবে এবারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনপ্রকার আপোস নয় বলে ঘোষনা দিয়েছেন খাগড়াছড়ি জেলাপরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।