নিজ কর্মপ্রচেষ্টায় ও সমাজের দানশীল ব্যাক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় করোনার এই মহামারিতে আবারো মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন হাটহাজারী ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন চেয়ারম্যান মনজুর হোসেন চৌঃমাসুদ। করোনায় মৃত ব্যাক্তিদের দাফন কাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রি গাউছিয়া কমিটি উত্তর মাদার্শা ইউনিয়ন শাখার নিকট আজ শনিবার হস্তান্তর করা হয়।এখন থেকে অত্র ইউনিয়নের করোনায় মৃত সকল লাশ দাফন কাফন এর সহযোগীতায় গাউছিয়া কমিটি ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবীরা করার প্রত্যয় ঘোষনা করেছে। বিগত সময়েও গাউছিয়া কমিটি উত্তর মাদার্শা ইউনিয়ন শাখা বিভিন্ন জনহিতকর কাজ করে সাধারন মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।