দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের এরমেলো লোকেশনে গতকাল (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত প্রবাসীর নাম জাহিদুল ইসলাম আরিফ পিতা-মৃত কামাল উদ্দীন। নিহতের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়। তিনি লকডাউনের পুর্বে দক্ষিণ আফ্রিকা এসেছিলেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ২জন ডাকাত তার গ্রোসারি (মুদি) দোকানে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মালামাল ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। ডাকাত দল যাবার প্রাক্কালে পেছনের এক ডাকাতকে ধরার চেষ্টা করলে অপর ডাকাত আরিফকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই আরিফ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তবে এটি কোন টার্গেট কিলিং নাকি ডাকাতদের হামলায় নিহত, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বড় ভাই সজিব জোহানেসবার্গ শহরের অদুরে রেনফন্টেইনে বসবাস করেন। স্থানীয় বাংলাদেশীরা নিহতের মরদেহ হিমগরে নিয়ে যাচ্ছেন।